Wellcome to National Portal
Main Comtent Skiped

Bangladesh Investment Development Authority (BIDA) Service Link

Bangladesh Investment Development Authority (BIDA) OneStop Service Link https://bidaquickserv.org/


Where and how to get service

সেবার তালিকা

সংযোগ নিয়মাবলী

নতুন সংযোগ গ্রহণ

  • ‘‘এক অবস্থানে সেবা কেন্দ্র’’ থেকে  নতুন সংযোগের আবেদনপত্র পাওয়া যাবে অথবা অনলাইন আবেদনের ওয়েব সাইট http://www.rebpbs.com/ থেকে অনলাইনে আবেদন করা যাবে।
  • আবেদনপত্রটি যথাযথভাবে পুরণ করে নির্ধারিত সমীক্ষা ফি সমিতির ক্যাশ কাউন্টারে জমা প্রদান করে জমা রশিদ ও আবেদনপত্রটি‘‘এক অবস্থানে  সেবা’’-এ জমা করলে আপনাকে আবেদন পত্রের ক্রমিক  নম্বর জানিয়ে দেয়া হবে।
  • ৭ দিনে আবাসিক ও ২৮ দিনে  শিল্প সংযোগ ( সার্ভিস ড্রপের আওতায়) দেওয়া হবে । ৭(সাত) দিনের মধ্যে সমিতি কর্তৃক সমীক্ষা সম্পাদন করা হবে।
  • সমিতি কর্তৃক সমীক্ষা সম্পাদনের পর পরবর্তী ৭(সাত) দিনের মধ্যে সমিতির কারিগরী উপদেষ্টা প্রতিষ্ঠান কর্তৃক ষ্টেকিং শীট(প্রযোজ্য ক্ষেত্রে) প্রস্ত্তত করা হবে। মালামাল প্রাপ্তি সাপেক্ষে ডিমান্ড নোট ও প্রাক্কলন ইস্যূ করা হবে।
  • ডিমান্ড নোটে উলেস্নখিত প্রাক্কলন সমিতির ক্যাশ কাউন্টারে জমা প্রদান করার পর ঠিকাদার কর্তৃক লাইন নির্মাণের কাজ(প্রযোজ্য ক্ষেত্রে) সম্পন্ন করা হবে।
  • পরবর্তীতে সমিতির প্রশিক্ষণ প্রাপ্ত ইলেকট্রিশিয়ান দ্বারা আভ্যন্তীরন ওয়্যারিং সম্পন্ন করে রিপোর্ট দাখিল করতে হবে।
  • ওয়্যারিং রিপোর্ট দাখিলের পর সমিতির ওয়্যারিং পরিদর্শক কর্তৃক ওয়্যারিং পরিদর্শন করা হবে।
  • ওয়্যারিং পরিদর্শনের পর বিলিং শাখা কর্তৃক সিএমও অর্থাৎ মিটার স্থাপনের অর্ডার তৈরী করা হবে।
  • সিএমও তৈরীর পর নিপর বিভাগ কর্তৃক মিটার স্থাপনের ব্যবস্থা করা হবে।
  • যে কোন কারণে সংযোগ প্রদান সম্ভব না হলে আবেদনকারীকে পত্রের মাধ্যমে অবহিত করা হবে।
  • মিটার স্থাপনের পরবর্তী মাসের বিলিং সাইকেল অনুযায়ী গ্রাহকের প্রথম মাসের বিল ইস্যূ করা হবে।

 

নতুন সংযোগের জন্য দলিলাদি

০১।  আবাসিক/বানিজ্যিক (এলটি ) সংযোগের ক্ষেত্রেঃ

অফ লাইনের  যে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে

আবেদনকারীর স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পূরণকৃত কপি ছবিসহ আবেদনপত্র  (মোবাইল নম্বর  সহ)

জমির দলিল অথবা পর্চা অথবা নামজারীর কাগজ  অথবা ভাড়ার চুক্তিপত্র অথবা পাওয়ার অফ এ্যাটোর্নি এর  সত্যায়িত কপি

পূর্বে কোন স্থায়ী অথবা অস্থায়ী সংযোগ থাকলে সর্বশেষ পরিশোধিত বিলের ফটোকপি

মোট০৩ টি

 

০২।  আবাসিক/বানিজ্যিক (এইচটি ) সংযোগের ক্ষেত্রেঃ

অফ লাইনের  যে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে

আবেদনকারীর স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পূরণকৃত কপি ছবিসহ আবেদনপত্র ( মোবাইল নম্বর সহ )

জমির দলিল অথবা পর্চা অথবা নামজারীর কাগজ  অথবা ভাড়ার চুক্তিপত্র অথবা পাওয়ার অফ এ্যাটোর্নি এর সত্যায়িত কপি

পূর্বে কোন স্থায়ী অথবা অস্থায়ী সংযোগ থাকলে সর্বশেষ পরিশোধিত বিলের ফটোকপি

মোট০৩ টি

 

০৩।  সকল প্রকার শিল্প (এলটিসংযোগের ক্ষেত্রে

অফ লাইনের  যে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে

আবেদনকারীর স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পূরণকৃত কপি ছবিসহ আবেদনপত্র ( মোবাইল নম্বর সহ)

জমির দলিল অথবা পর্চা অথবা নামজারীর কাগজ  অথবা ভাড়ার চুক্তিপত্র অথবা পাওয়ার অফ এ্যাটোর্নি এর সত্যায়িত কপি

পূর্বে কোন স্থায়ী অথবা অস্থায়ী সংযোগ থাকলে সর্বশেষ পরিশোধিত বিলের ফটোকপি

ট্রেড  লাইসেন্স অথবা শিল্প নিবন্ধন সার্টিফিকেট এর সত্যায়িত কপি

লেআউট প্ল্যানের কপি

মোট০৫ টি

 

০৪।  সকল প্রকার শিল্প (এইচটিসংযোগের ক্ষেত্রেঃ

অফ লাইনের  যে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে

আবেদনকারীর স্বাক্ষর সম্বলিত যথাযথভাবে পূরণকৃত কপি ছবিসহ আবেদনপত্র ( মোবাইল নম্বর সহ )

জমির দলিল অথবা পর্চা  অথবা নামজারীর কাগজ  অথবা ভাড়ার চুক্তিপত্র অথবা  পাওয়ার অফ এ্যাটোর্নি এর সত্যায়িত কপি

পূর্বে কোন স্থায়ী অথবা অস্থায়ী সংযোগ থাকলে সর্বশেষ পরিশোধিত বিলের ফটোকপি

ট্রেড লাইসেন্স অথবা শিল্প নিবন্ধন সার্টিফিকেট এর সত্যায়িত কপি

প্রস্তাবিত উপকেন্দ্রের লে-আউট   সিঙ্গেল লাইন ডায়াগ্রাম

মোট০৫ টি

 

আবাসিক/বানিজ্যিক (এল.টিসংযোগের ক্ষেত্রেঃ

অনলাইনের  যে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে

আবেদনকারীর কপি ( স্ক্যান ) ছবি ( মোবাইল নম্বর সহ)

জমির দলিল অথবা পর্চা অথবা নামজারীর কাগজ অথবা ভাড়ার চুক্তিপত্র অথবা পাওয়ার অফ এ্যাটোর্নি এর  স্ক্যান কপি

জাতীয় পরিচয় পত্রের নম্বর এন্ট্রি দিতে হবে।

মোট০৩ টি

 

নতুন সংযোগের জন্য আবেদন ফি

 

১) বাড়ী/বানিজ্যিক/দলগত/দাতব্য প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগের জন্য নিম্নবর্ণিত হারে সমীক্ষা ফি আবেদনের সহিত জমা দিতে হবে।

গ্রাহক শ্রেণি/প্রযোজ্যতা

ফি/চার্জ (টাকা)

এলটি

ক)  এক ফেজ

১০০.০০

খ)  তিন ফেজ

৩০০.০০

এমটি এবং এইচটি

 

১০০০.০০

ইএইচটি

 

২০০০.০০

অস্থায়ী সংযোগের আবেদন ফি

এলটি

ক)  এক ফেজ

২৫০.০০

খ)  তিন ফেজ

৫০০.০০

এমটি

১০০০.০০

২) পোল স্থানান্তর/লাইন রুট পরিবর্তন/স্থাপিত সার্ভিস ড্রপ স্থানামত্মর আবেদনের ক্ষেত্রে ১৫০০.০০ টাকা সমীক্ষা ফি জমা দিতে হবে।

৩)  একই ট্রান্সফরমারের আওতায় সার্ভিস ড্রপ স্থানামত্মর আবেদনের জন্য ৫০০.০০ টাকা সমীক্ষা ফি জমা দিতে হবে।

৪)  লোড বৃদ্ধির জন্য   (০-০৩) কিঃ ওঃ ৫০০.০০ টাকা ।

(০৩কিঃওঃ উর্দ্ধে ১০)                   ১০০০.০০ টাকা।

(১০কিঃওঃ উর্দ্ধে ৪৫)                   ২০০০.০০ টাকা।

          (৪৫ কিঃ ওঃ তদুর্ধ)                    ৫০০০.০০ টাকা।

 

নতুন সংযোগের জন্য জামানতের পরিমান

 

গ্রাহক শ্রেণি

অনুমোদিত লোড সীমা (কি. ও.)

জামানতের হার (টাকা/ কি. ও.)

এলটি-এ এবং এলটি-বি

২ কি. ও. পর্যন্ত

৪০০.০০

এলটি-এ এবং এলটি-বি

২ কি. ও. এর উর্দ্ধে

৬০০.০০

এলটি-সি ১, এলটি-সি ২, এলটি-ডি ১,

এলটি-ডি ২, এলটি-ই এবং এলটি- টি

সকল

৮০০.০০

এমটি, এইচটি এবং ইএইচটি

সকল

১০০০.০০

  • সকল সংযোগের ক্ষেত্রেই জমি /স্থাপনা ব্যক্তির নিটক হতে লিজ গ্রহন করলে প্রতি কিঃ ওঃ / ভগ্নাংশের জন্য অতিরিক্ত ১০০০.০০ টাকা । সরকারির জায়গায় লিজ গ্রহন করলে প্রতি কিঃ ওঃ ভগ্নাংশের জন্য ৫০০.০০ হারে যোগ হবে।

অস্থায়ী বিদ্যুৎ সংযোগঃ

 

  • সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান,মেলা এবং নির্মাণ কাজের নিমিত্তে স্বল্পকালীন সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ গ্রহণ করতে পারবেন। আবেদন ফি এর সাথে নিমণলিখিত শর্ত প্রযোজ্যঃ
  • মালামালের মূল্য ১১০% দিতে হবে সংযোগ শেষে ব্যবহারযোগ্য মালামালের ১০০% মূল্য ফেরতযোগ্য।
  • এলটি-টির অস্থায়ী সংযোগের ক্ষেত্রে প্রতি ইউনিট ১৬.০০ টাকা হারে জমা প্রদান করতে হবে।
  • ট্রান্সফরমার ভাড়া।
  • ট্রান্সফরমার উঠানো-নামানো খরচ।
  • সংযোগ বিচ্ছিন্নকরণের পর মিটারের প্রকৃত ব্যবহারের উপর বিল সমন্বয় করা হবে।

উলেস্নখিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে চাহিদার দিন থেকে অস্থায়ী সংযোগ দেয়া হবে। গ্রাহক জমা অর্থ মাসিক বিদ্যুৎ বিলের সাথে সমন্বয় করা হবে। যদি অস্থায়ী সংযোগ  প্রদান করা সম্ভব না হয় তবে তার কারণ জানিয়ে গ্রাহককে একটি পত্র দেয়া হবে।