Wellcome to National Portal

Call to 16899 for any of your complain about Palli Bidyut Samity.


নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে।

Main Comtent Skiped

Bangladesh Investment Development Authority (BIDA) OneStop Service Link https://bidaquickserv.org/


সিটিজেন চার্টার

নতুন সংযোগের জন্য দলিলাদি

 

নতুন সংযোগের জন্য আবেদনপত্রের সাথে নিম্নোক্ত দলিলাদি দাখিল করতে হবেঃ

v    সংযোগ গ্রহনকারীর পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত রঙ্গীন ছবি।

v    জমির মালিককানার দলিলের সত্যায়িত কপি।

v    পৌরসভা/স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক বাড়ির অনুমোদিত সত্যায়িত নকসা এবং পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক নামজারীসহ পোল্ংি নম্বর এর সত্যায়িত কপি ও  দলিল     অথবা দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির দলিল, কমিশনারের সার্টিফিকেট (যেখানে নত্সা অনুমোদন নাই)

v    লোড চাহিদার পরিমান।

v    জমি/ভবনের ভাড়ার (যদি প্রযোজ্য হয়) দলিল।

v    ভাড়ার ক্ষেত্রে মালিকের সম্মতি পত্রের দলিল।

v    পূর্বের কোন সংযোগ থাকলে ঐ সংযোগের বিবরণ ও সর্বশেষ পরিশোধিত বিলের কপি।

v    অস্থায়ী সংযোগের ক্ষেত্রে বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে)।

v    বৈধ লােইসেন্সধারী কর্তৃক প্রদত্ত ইন্সুলেশন টেষ্ট (ওয়্যারিং সার্টিফিকেট)।

v    ট্রেড লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)।

v    সংযোগ স্থানের নির্দেশক নকসা।

v    শিল্প প্রতিষ্ঠান স্থাপনের নিমিত্তে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন।

v    পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট স্থাপন (শিল্পের ক্ষেত্রে)।

v    সার্ভিস লাইনের দৈর্ঘ 100 ফুটের বেশি হবে না।

v    জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।

v    বৈধ ইলেকট্রিশিয়ান কর্তৃক ওয়্যারিং সোর্টিফিকেট।

v    শিল্প ও সেচের ক্ষেত্রে -------------------

v    সার্ভিস ড্রপের দৈর্ঘ টিনের ঘরের ক্ষেত্রে 105 ফুট এবং পাঁকা ঘরের ক্ষেত্রে 110 ফুটের বেশি হবে না।

v    বহুতল আবাসিক /বানিজ্যিক ভবন নির্মাতা ও মালিকের সাথে ফ্লাট মালিকের চুক্তিনামার সত্যায়িত কপি।

সংযুক্ত লোড 02 (দুই) কিঃ ওঃ এর উর্দ্ধে হলে সোলার প্যানেল স্থাপন করতে হবে।

 

45 কেভিএ এর উর্দ্ধে সংযোগের জন্য গ্রাহককে আরও যে দলিলাদি দাখিল করতে হবে

v   পৌরসভা অথবা সংশ্লিষ্ট হাউজিং কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত বাড়ির নক্সায় (সত্যায়িত কপি) উপকেন্দ্রের লে-আউট প্লান। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম।

v   উপকেন্দ্রে ম্থাপিত সব যন্ত্রপাতির ষ্পেশিফিকেশনও টেষ্ট রেজাল্ট এবং বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর থেকে প্রদত্ত উপকেন্দ্র সংক্রান্ত ছাড়পত্র।

শিল্প-কারখানা ও 6 তলার অধিক ভবনে সংযোগের জন্য গ্রাহককে আরও দলিলাদি দাখিল করতে হবে

v   পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

v   ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ছাড়পত্রের কপি।

v   স-মিল (করাত কল) এর ক্ষেত্রে  বনবিভাগের প্রতয়নপত্র।

 

নতুন সংযোগের জন্য আবেদন ফি

v   সিংগেল ফেইজ (2-তার) 230 ভোল্ট সংযোগের‌ জন্য 100.00টাকা

v   থ্রী ফেইজ (4-তার) 400 ভোল্ট সংযোগের জন্য    2500.00টাকা

v   থ্রী ফেইজ (3-তার) 11000 ভোল্ট সংযোগের জন্য   5000.00টাকা

v   সেচ আবেদনের ক্ষেত্রে সংযোহগর জন্য              250.00 টাকা

 

নতুন সংযোগের জন্য জামানতের পরিমান

 

v   সিংগেল ফেজ (2-তার) 230 ভোল্ট আবাসিক, বানিজ্যিক, দাতব্য প্রতিষ্ঠান সংযোগের ক্ষেত্রেঃ

v   লোড 0.5 কিলোওয়াট এর উপরে 1 কিলোওয়াট পর্যন্ত =  500.00 টাকা

v   লোড 0.5 কিলোওয়াট এর উপরে               =   600.00 টাকা

v   লোড 1 কিলোওয়াট এর উপরে                 =   600.00 টাকা

v   রাষ্তার বাতির ক্ষেত্রে 6 মাসের মিনিমাম বিলের সমপরিমান অর্থ।

v   ক্ষুদ্র শিল্পপতি কিঃ ওঃ এর ক্ষেত্রে                  2780.00

v   বৃহৎ শিল্পপতি কিঃ ওঃ এর ক্ষেত্রে                           2724.00

তাছাড়া ধানকল/আটা, ময়দা কলের জন্য 1 ফেজের ক্ষেত্রে প্রতি অশ্বশক্তির জন্য 750.00 টাকা, 3 ফেজের ক্ষেত্রে প্রতি অশ্বশক্তির জন্য 1,500.00টাকা হারে অফেরতযোগ্য জামানত জমা দিতে হবে।

v   সকল নতুন সংযোগের ক্ষেত্রে সদস্য হতে হবে এবং সদস্য ফি বাবদ 20 টাকা পরিশোধ করতে হবে।

v   45 কেভিএ এর উপরে সংযোগ গ্রহনের জন্য গ্রাহক কর্তৃক ট্রান্সফরমার সরবরাহ করতে হবে।

v   লীজভুক্ত/ভাড়াকৃত জমিতে সংযোগের ক্ষেত্রে অতিরিক্ত জামানত প্রদান করতে হবে।

v   ডিপোজিট ওয়ার্কের আওতায় সংযোগ এর ক্ষেত্রে ট্রান্সফরমার সার্ভিস ড্রপসহ যাবতীয় মালামালের 100% মূল্য গ্রাহক কে পরিশোধ করতে হবে।

অস্থায়ী বিদ্যুৎ সংযোগ ।

v   সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, মেলা, নির্মান (রাস্তা, সেতু, কালভার্ট, দালান) কাজের নিমিত্তে স্বল্পকালীন সময়ের (06 মাসের জন্য যাহা সর্বোচ্চ 1 বৎসর পর্যন্ত বর্ধনযোগ্য) জন্য বিদ্যুৎ  সংযোগ গ্রহন করতে পারবেন। উক্তরুপ সংযোগ কোনক্রমেই স্থায়ীভাবে সংরক্ষন করা যাবেনা। ট্রান্সনফরমার, লাইটেনিং এ্যারেষ্টার, ফিউজ কাটআউট, মিটার, মিটার সকেট ব্যতিরেকে) সকল মালামালের 110% মূল্য এবং শ্রমিক ব্যয় ও সংযোগ ফি ও বিচ্ছিন্ন ফি জমা দিতে হবে। আবেদনকৃত সময়ের প্রাক্কলিত ব্যবহারের উপর সাধারন শিল্প হারে হিসাব করে বিদ্যুৎ বিলের প্রাক্কলনের অর্থ জমা প্রদান করতে হবে।